ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আল মাজলিস অ্যারাবিয়ান রেস্টুরেন্টের উদ্বোধন 

আল মাজলিস অ্যারাবিয়ান রেস্টুরেন্টের উদ্বোধন 

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫ | ১৬:২৭

আরবীয় ঐতিহ্যের অপূর্ব মহিমা ও আধুনিকতার নিখুঁত সমন্বয়ে ঢাকায় যাত্রা শুরু করেছে আল মাজলিস অ্যারাবিয়ান রেস্টুরেন্ট। 

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের উপস্থিতিতে সম্প্রতি রাজধানীর গুলশান-২ এ রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। 

রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ঈশান বলেন, আমরা আরবীয় খাবারের শীর্ষস্থানীয় গন্তব্যে পরিণত হতে চাই, যেখানে গুণমান, স্বকীয়তা এবং অনন্য ডাইনিং অভিজ্ঞতার প্রতি আমাদের অঙ্গীকার বিশ্বব্যাপী সমাদৃত হবে। আমাদের লক্ষ্য হলো বৈশ্বিক পরিসরে বিস্তৃতি লাভ করা, আরবীয় সংস্কৃতি, অর্গানিক খাবার ও আতিথেয়তার অনন্য স্বাদ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া এবং অঞ্চলটির ঐতিহ্যবাহী রন্ধনশৈলীর প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করা।

এই উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান, লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলিমান, ইরাকের কেয়ারিং এম্বাসির প্রতিনিধি ড. উইসাম হোসাইন আলী, মরক্কোর প্রতিনিধি, কাতারের সহকারী সচিব খালেদ, ওমানের প্রতিনিধি আব্দুল আজিজ আস সোলামানি।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি ও থাইল্যান্ডের কূটনৈতিক অতিথিরা, উরুগুয়ের কনসুল অফিস ওরিয়েন্টাল প্রতিনিধি এবং বাংলাদেশি ব্যবসায়ী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

×