ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এইএস বাংলাদেশ কনসোর্টিয়াম উদ্বোধন

এইএস বাংলাদেশ কনসোর্টিয়াম উদ্বোধন

.

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫ | ১৭:২৩ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ | ১৯:২৩

দেশের এডটেক খাতে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল এশিয়া এডটেক সামিট (এইএস)। শনিবার রাজধানীর একটি হোটেলে এইএস বাংলাদেশ কনসোর্টিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এই অনুষ্ঠানে এশিয়া জুড়ে শিক্ষা প্রযুক্তির ভবিষ্যৎ গঠনের জন্য ২০০ জনেরও বেশি এডটেক নেতা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক এবং বিশ্বব্যাপী প্রতিনিধিরা একত্রিত হন।

অনুষ্ঠানে বিশ্বব্যাপী এডটেক ইকোসিস্টেমে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরা হয়, যেখানে ডিজিটাল অন্তর্ভুক্তি, উদ্ভাবন স্কেলিং এবং আন্তঃসীমান্ত সহযোগিতার ওপর জোর দেওয়া হয়।

উদ্বোধনী বক্তব্য রাখেন এইএস বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ও ব্যাকবোন লি.-এর সিইও আব্দুল মতিন শেখ, ভাইস প্রেসিডেন্ট ও আপারস ক্লাসরুম-এর প্রতিষ্ঠাতা মো. নুমেরী সাত্তার অপার, এবং জিএসটি লার্নিং-এর প্রতিষ্ঠাতা ও সিইও এ বি এম গাজী সহলাহুদ্দিন তানভীর হায়দার। তারা বক্তব্যের সময় তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন যে কীভাবে অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষা খাতে নতুন বিপ্লব আনা সম্ভব।

জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, চীন এবং থাইল্যান্ডের এইএস নেতারা বাংলাদেশের এইএস গ্লোবাল পরিবারের অন্তর্ভুক্তিকে স্বাগত জানান। একই সঙ্গে, হংকং-এর স্মার্ট সিটি কনসোর্টিয়ামের রেনে চু এবং এইএস কোরিয়ার উয়িন বে এডটেকের ভবিষ্যৎ প্রবণতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেআইসিএ বাংলাদেশ-এর চিফ রিপ্রেজেন্টেটিভ তোমোহিদে ইচিগুচি এবং প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এডটেক খাতে অনন্য অবদানের জন্য তিনটি প্রতিষ্ঠানকে এইএস বাংলাদেশ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সমাপনী বক্তব্যে এইএস বাংলাদেশ-এর মহাসচিব মো. নজমুস সাকিব বলেন, ‘এটি শুধু একটি উদ্বোধন নয়, এটি একটি আন্দোলন। এইএস বাংলাদেশ-এর মাধ্যমে আমরা স্থানীয় প্রতিভাকে বৈশ্বিক সুযোগের সাথে সংযুক্ত করতে চাই।’

আরও পড়ুন

×