ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মুসাকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএ প্রেসিডেন্ট

মুসাকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএ প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫ | ০৪:৪৪

অভ্যুত্থানে গুলিবিদ্ধ বাসিত খান মুসাকে (৭) দেখতে গতকাল শুক্রবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান নাদিয়া সুলতানা। তিনি বাংলাদেশ নৌবাহিনী পরিবারকল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) প্রেসিডেন্ট। হাসপাতালে পৌঁছে মুসার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকের সঙ্গে আলোচনা করে শিশুটির স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে জানেন নাদিয়া। তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। শিশুটির মাথায় হাত বুলিয়ে দেন। শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন। সেই সঙ্গে দেশবাসীকে শিশুটির দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর মেরাদিয়া হাট এলাকায় বাসার নিচে দাদির সঙ্গে আইসক্রিম কিনতে যায় মুসা। দু’জন গুলিবিদ্ধ হয়। পরদিন দাদি মারা যান। মুসার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশে যায়। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ২৬ আগস্ট সিএমএইচে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২২ অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফেরে মুসা।

আরও পড়ুন

×