ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পল্লবীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই  

পল্লবীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই  

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫ | ১৬:০৪ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ | ১৬:২৮

রাজধানীর পল্লবীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে।  

সোমবার রাতে মিরপুর-১১ নম্বরের খিচুড়ি পট্টি বস্তিতে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া আসামি বাপ্পীকে এখনও গ্রেপ্তার করা যায়নি। তবে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, পরোয়ানাভুক্ত মাদক কারবারি বাপ্পীকে ধরতে পুলিশ খিচুড়ি পট্টি বস্তিতে যায়। তখন বস্তির কয়েকজন পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এরমধ্যে কনস্টেবল বাশারের হাতে কামড় দিয়ে জখম করা হয়। এরপর হাতকড়াসহ ওই আসামি পালিয়ে যায়। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওসি জানান, পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

আরও পড়ুন

×