ছুটির দিনে হঠাৎ হাতিরঝিল পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, পরিচ্ছন্নের নির্দেশ

হাতিরঝিল এলাকার ঝিল রেস্টুরেন্ট, আইল্যান্ড ও সার্ভার রুম ঘুরে দেখেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫ | ২১:৫৩
ছুটির দিনে হঠাৎ করেই হাতিরঝিল পরিদর্শনে এসেছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় হাতিরঝিল এলাকার ঝিল রেস্টুরেন্ট, আইল্যান্ড ও সার্ভার রুম ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে ঝিল রেস্টুরেন্টের পাশে আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় তিনি দুইদিনের মাঝে তা অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি হাতিরঝিলে অপরিচ্ছন্নতা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি কড়া নির্দেশনা প্রদান করেছেন। শুক্রবার হাতিরঝিল এলাকার বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে রাজউকের সকল প্রকল্পের বর্তমান অবস্থা এবং চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত তদারকির করেন।
এ সময় তিনি হাতিরঝিল এলাকার ঝিল রেস্টুরেন্ট, আইল্যান্ড ও সার্ভার রুম ঘুরে দেখেন। পরিদর্শনকালে ঝিল রেস্টুরেন্টের পাশে আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় তিনি দুইদিনের মাঝে তা অপসারণের নির্দেশ দেন এবং পরবর্তীতে রেস্টুরেন্টের চারপাশ পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
এছাড়াও প্রকল্প এলাকার প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে তিনি লাইটিং সিস্টেম ও পাম্পিং সিস্টেমের কার্যক্রম অবলোকনের জন্য সংশ্লিষ্ট স্থাপনাসমূহ পরিদর্শন করেন।
রাজউক চেয়ারম্যান বলেন, জনসাধারণের কাছে নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সদা সচেষ্ট থাকতে হবে। এমনকি ছুটির দিনসমূহেও আমাদের দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে। কোনভাবেই কোন কাজে অবহেলা বা ঘাটতি রাখা যাবে না। সাধারণ মানুষকে যেন কোন প্রকার দুর্ভোগ না পোহাতে হয় সে লক্ষ্যে আমরা রাজউক সংশ্লিষ্ট সকলে একযোগে কাজ করবো।
- বিষয় :
- রাজউক চেয়ারম্যান
- রাজউক
- হাতিরঝিল