ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্যাডেলচালিত রিকশা গুলশান লেকে ফেলল ব্যাটারিচালিত রিকশাচালকরা

প্যাডেলচালিত রিকশা গুলশান লেকে ফেলল ব্যাটারিচালিত রিকশাচালকরা

রাজধানীর গুলশান লেকে ফেলে দেওয়া হয়েছে প্যাডেলচালিত রিকশা।ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫ | ১৬:৪৬

রাজধানীর গুলশান লেকে প্যাডেলচালিত দুটি রিকশা ফেলে দিয়েছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। একটি রিকশা ফেলে দেওয়া হয়েছে বনানী ১১ নম্বর ব্রিজ থেকে। আরেক রিকশা ফেলা হয় ব্রিজের পাশ থেকে। 

সোমবার দুপুরের দিকে বিক্ষুব্ধ ব্যাটারিচালিত রিকশাচালকেরা এ কাজ করেন।

বিক্ষুব্ধ ব্যাটারিচালিত রিকশাচালকেরা বলেন, তারা ব্যাটারিচালিত রিকশা চালাতে না পারলে অন্যরাও (প্যাডেলচালিত রিকশা) চালাতে পারবেন না। তাই তারা প্যাডেলচালিত দুটি রিকশা গুলশান লেকে ফেলে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাটারিচালিত রিকশাচালকেরা ব্রিজের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। তারা প্যাডেলচালিত রিকশা চলাচলে বাধা দিচ্ছিলেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে ব্যাটারিচালিত রিকশাচালকদের সরিয়ে দেন।

গুলশান জোনের সহকারী কমিশনার জিয়াউর রহমান চৌধুরি বলেন, সকালে প্যাডেলচালিত রিকশাচালকদের সঙ্গে বনানী এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের ঝামেলা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

আরও পড়ুন

×