ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভালভোলিনের ‘অযান্ত্রিক’ অ্যাপ উদ্বোধন

ভালভোলিনের ‘অযান্ত্রিক’ অ্যাপ উদ্বোধন

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫ | ২১:২৬ | আপডেট: ০৩ মে ২০২৫ | ২১:২৭

সৌদি অ্যারামকোর আমেরিকান লুব্রিকেন্ট ব্র্যান্ড ভালভোলিনের মেকানিক মিট ও মেকানিক বেনেফিট অ্যাপ 'অযান্ত্রিক'- এর উদ্বোধন করা হয়েছে। শনিবার রাজধানী ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অ্যাপসটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটির আয়োজক ছিল বাংলাদেশে ভালভোলিনের লুব্রিকেন্টের পরিবেশক জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেড।  

অনুষ্ঠানে বাংলাদেশে ভালভোলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিভি অভিনেতা জিয়াউল হক পলাশ, জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেডের হেড অব বিজনেস জনাব আবু আহমেদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

জনপ্রিয় টিভি অভিনেতা জিয়াউল হক পলাশ যিনি কাবিলা নামে অধিক পরিচিত। তিনি উক্ত অনুষ্ঠানে সকল মেকানিক ও ব্যবসায়ীদেরকে শুভেচ্ছা জানান ও ভালভোলিনের পাশে থাকার আহ্বান জানান। 

জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেডের হেড অব বিজনেস জনাব আবু আহমেদ বলেন, ভালভোলিন বিশ্বের সেরা লুব্রিকেন্ট ব্যান্ড।  

ভালভোলিনের হেড অব রিটেইল সেলস নাজমুল হাসান বলেন, জাপান সোলারটেক বিশ্বমানের আমেরিকান লুব্রিকেন্ট ব্র্যান্ড ভালভোলিন লুব্রিকেন্ট যা ১৫৮ বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে কাজ করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×