ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আহত শিশুর মৃত্যু, পরিচয় মিলেছে নিহত যুবকের  

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আহত শিশুর মৃত্যু, পরিচয় মিলেছে নিহত যুবকের  

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৫ | ১৪:২৩

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম অন্তর (১৯)। তিনি নীলফামারী সদর উপজেলার কুকড়াডাঙ্গা গ্রামের নরেশের ছেলে। একটি মুদির দোকানে চাকরি করতেন তিনি। 

এছাড়া ওই দুর্ঘটনায় ১২ বছর বয়সী এক শিশু নিহত হয়। আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। 

অন্তর ঢাকায় দক্ষিণখানের কাওলা জামতলায় ভাড়া বাসায় থাকবেন। শনিবার দুপুরে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে রেল লাইনে দুর্ঘটনার শিকার হন।

পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়িরর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।

ঢাকা রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে,  দুপুর পৌনে তিনটার দিকে ওই যুবক খিলক্ষেত রেলগেট সংলগ্ন রেললাইনে হাঁটছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সুরমা মেইল নামের ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। 

ঢাকা রেলওয়ের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরিচয় না পাওয়ায় মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তার পরনে ফুল প্যান্ট ও হাফহাতা গেঞ্জি ছিল। 


 

আরও পড়ুন

×