গাবতলী পশুর হাটের ইজারায় প্রক্রিয়াগত ভুল অনুসন্ধানে কমিটি গঠন

সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৫ | ১৮:১১
গাবতলী পশুর হাটে ইজারা প্রদানে প্রক্রিয়াগত ভুল ও দুর্নীতির বিষয়ে বিশদ অনুসন্ধানের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র ফারজানা ববি।
তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে গাবতলী হাটের ইজারা প্রক্রিয়া ও দরপত্র বাতিলের প্রক্রিয়া সঠিক নয় মর্মে সংবাদ প্রকাশিত হলে এ বিষয়ে অনুসন্ধানের জন্য ডিএনসিসি থেকে একটি কমিটি গঠনের নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক।
উল্লেখ্য, গত বুধবার এ বিষয়ে তদন্ত করতে দুদকের সহকারী পরিচালক রুবেল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় ডিএনসিসি প্রশাসক তাদের সর্বোচ্চ সহায়তার জন্য ডিএনসিসির কর্মকর্তাদের নির্দেশ দেন। গাবতলী হাটের ইজারা প্রক্রিয়াগত ভুল অনুসন্ধানে কমিটি গঠনের নির্দেশ দিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
- বিষয় :
- গাবতলী
- গাবতলী পশুর হাট
- কমিটি গঠন