বাংলামোটরে কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্র নিহত, চালক গ্রেপ্তার

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৫ | ১২:৫৭
রাজধানীর বাংলামোটরে কাভার্ডভ্যানের চাপায় আরশাদ আহমেদ সরকার (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সংকটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্র জানায়, আরশাদ লালবাগের ওয়াটার ওয়ার্কস সড়কের একটি বাসায় থাকতেন। তাঁর বাবার নাম আনোয়ার হোসেন। আজ ভোরে তিনি মোটরসাইকেল চালিয়ে বাংলামোটর এলাকা দিয়ে যাচ্ছিলেন। তখন বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু সমকালকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় দায়ী কাভার্ডভ্যানটি জব্দ এবং এর চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা-২০২৫
- নিহত