আসামি ধরতে অভিযান
ডেমরায় মব তৈরি করে পুলিশের ওপর হামলা

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৫ | ০০:৫২ | আপডেট: ২৭ মে ২০২৫ | ১১:৫০
রাজধানীর ডেমরায় হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তারের সময় মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডেমরার হাজীনগর এলাকার সেবা হাসপাতালের মালিকসহ বেশ কয়েকজনের নামে মামলা করেছে পুলিশ।
জানা গেছে, রোববার রাতে সেবা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. ইমরান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে গ্রেপ্তার করতে গিয়েই হামলার শিকার হয় তারা। ইমরান মাতুয়াইল মাতৃসদন ইনস্টিটিউটের আওয়ামী লীগের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান জানান, রোববার রাতে ডিএমপির সিটির সাইবার ক্রাইম ইউনিটের একটি দল সেবা হাসপাতালের সামনে থেকে হত্যার মামলার আসামি ইমরানকে গ্রেপ্তার করে। এ সময় ইমরান হাসপাতালে তাঁর এক রোগীর অস্ত্রোপচার রয়েছে বলে নাটক সাজান। সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ তাঁকে ওটিতে যেতে দেয়। এই সুযোগে তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী দিয়ে পুলিশ ওপর হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁকে ধরতে গেলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় হাসপাতালের মালিক আমিনুলসহ চারজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি ২৫ জন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর থেকে ডা. ইমরান মাতুয়াইল মাতৃসদন ইনস্টিটিউট থেকে পালিয়ে যান। গত ৯ মাসে আর ইনস্টিটিউটে যাননি। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের দুটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।