ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বাস-অটোরিকশার ধাক্কায় আহত সমকাল সাংবাদিক, মোটরসাইকেল নিয়ে পালাল চোর

বাস-অটোরিকশার ধাক্কায় আহত সমকাল সাংবাদিক, মোটরসাইকেল নিয়ে পালাল চোর

হাসপাতালের বেডে আহত সাংবাদিক হামিদ। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৫ | ১৪:৪২ | আপডেট: ২৮ মে ২০২৫ | ১৭:১০

রাজধানীর মুগদায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সমকাল সাংবাদিক আবদুল হামিদ (২৮) আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত মোটরসাইকেলে অফিসের কাজে যাওয়ার সময় মুগদা বেঙ্গল গার্মেন্টসের সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটে। হামিদ সড়কের পাশে ছিটকে পড়লে তার মোটরসাইকেল নিয়ে কেউ পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেলে ভর্তি করা হয়।

আহত আব্দুল হামিদ সমকালের অপরাধ বিভাগে রিপোর্টার হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা।

আব্দুল হামিদ জানান, অফিসের কাজে ব্যক্তিগত মোটরসাইকেলে তিনি যাত্রাবাড়ী যাচ্ছিলেন। মুগদা বেঙ্গল গার্মেন্টসের সামনে সড়কে পৌঁছলে উল্টোপথে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একটি বাস এসে পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে হামিদ সড়কের পাশে ছিটকে পড়েন। এ সময় আশপাশের লোকজন ভিড় করলে তাদের সঙ্গে কথা বলার মাঝেই তার মোটরসাইকেলটি নিয়ে কেউ পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সেটি পাওয়া যায়নি। হামিদকে পরে মুগদা মেডিকেলে নেওয়া হয়। তার ডান হাত ও ডান পায়ে জখম হয়েছে এবং বেশ কয়েকটি সেলাই লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার পর বাসচালক বাস নিয়ে পালিয়ে গেলেও রিকশাচালককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। আব্দুল হামিদ জানান, তার মোটরসাইকেল ইয়ামাহা এফজেডএস ভার্সন-থ্রি ডিলাক্স মডেলের, রং লাল। কয়েক মাস আগে তিনি সেটি কেনেন।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সমকালকে বলেন, সাংবাদিক আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। কে বা কারা মোটরসাইকেল নিয়ে গেছে তাদের আইনের আওতায় এনে মোটরসাইকেলটি উদ্ধার করা হবে।

ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত রিকশাচালককে থানায় নেওয়া হয়েছে। মোটরসাইকেলে চুরির সঙ্গে বাসচালক বা রিকশাচালক জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×