ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

যাত্রাবাড়ীতে ফুটপাতে উঠে গেল পিকআপ, নিহত ১ নারী

যাত্রাবাড়ীতে ফুটপাতে উঠে গেল পিকআপ, নিহত ১ নারী

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৫ | ০১:২৯ | আপডেট: ৩১ মে ২০২৫ | ০১:৩৪

রাজধানীর যাত্রাবাড়ীতে ফুটপাতের ওপরে উঠে যাওয়া পিকআপ ভ্যানের চাপায় জহুরা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার রাতে শহীদ ফারুক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক সবজি বিক্রেতাও আহত হন।

যাত্রাবাড়ী থানার এসআই মো. শাহনেওয়াজ জানান, রাত সাড়ে ৮টার দিকে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের উপরে উঠে যায়। এতে চাপা পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। আহত সবজি বিক্রেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনার পরপরই আশপাশের লোকজন পিকআপ ভ্যানচালক জাকির হোসেনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাকেও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×