ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রাজাবাজারে বহুতল ভবন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

তেজগাঁওয়ে শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজাবাজারে বহুতল ভবন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

প্রতীকী ছবি।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ১৯:৫৪

রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় বহুতল ভবন থেকে পড়ে আবদুল বাকী (৬৮) নামে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। 

এদিকে মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চলের বাসায় হিমেল দেবনাথ (৩০) নামে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়া এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক সমকালকে বলেন, তেজগাঁও কলেজের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল বাকী পূর্ব রাজাবাজারের ৩৬ নম্বর বাসার দশম তলায় নিজের ফ্ল্যাটে থাকতেন। সকাল ৮টার দিকে তিনি ভবনটির ছাদে হাঁটাহাঁটি করছিলেন। একপর্যায়ে নিচে পড়ে যান। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্মৃতিশক্তি লোপের সমস্যায় ভুগছিলেন বাকী। এজন্য চিকিৎসাও চলছিল তাঁর। অসুস্থতাজনিত হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। একাধিক প্রত্যক্ষদর্শী তাকে ছাদ থেকে লাফ দিতে দেখেছেন। রাজাবাজারের বাসায় তাঁর স্ত্রী ও ছোট ছেলে থাকেন। বড় ছেলে সিলেটে চাকরি করেন।

তেজগাঁও শিল্পাঞ্চলের শান্তিনিকেতন এলাকার বাসায় মঙ্গলবার রাতে শিক্ষার্থী হিমেল দেবনাথকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে পুলিশ খবর পায়, হিমেল অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। তবে তিনি অতীতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা যায়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। হিমেলের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখবে।

আরও পড়ুন

×