বায়তুল মোকাররমে শেষ ঈদের জামাত

ছবি: ফোকাস বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২৫ | ১১:২৪
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হওয়া এ জামাত শেষ হয় ১০টা ৫৫ মিনিটে।
এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির ছিলেন মো. জহিরুল ইসলাম।
প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হলো। সকাল ৭টায় প্রথম জামাতের পর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জামাত পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা ও ১০টায় অনুষ্ঠিত হয়। ১০টা ৪৫ মিনিটে সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত প্রতিটি জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করা হয়। ঈদ জামাতকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
- বিষয় :
- ঈদুল আজহা
- বায়তুল মোকাররম