ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কদমতলীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

কদমতলীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৫ | ১৮:২৯

রাজধানীর কদমতলীর সিটি ধারা এলাকায় নাঈম হোসেন (১৮) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ রোববার সকালে তাকে ছুরিকাঘাত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যু হয় তার।

পুলিশ ও স্বজনের সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন নাঈম। কদমতলীর সিটি ধারা এলাকার ৭ নম্বর সড়কের বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। তার বাড়ি পটুয়াখালীর দশমিনায়। তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে কদমতলীর সিটি ধারার ৮ নম্বর সড়কে নাঈমকে ছুরিকাহত অবস্থায় পাওয়া যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কদমতলী থানার ওসি আইয়ুব আলী বলেন, নিহত নাঈমের সঙ্গে অটোরিকশার ভাড়া নিয়ে আরেক অটোরিকশা চালকের বাকবিতণ্ডা হয়েছিল কয়েকদিন আগে। এর জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

আরও পড়ুন

×