সচিবালয়ে বিক্ষোভের হুঁশিয়ারি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ০৬:৩৫
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিল করা না হলে আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করবেন কর্মচারীরা। পাশাপাশি অধ্যাদেশটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।
এ দাবিতে গতকাল বুধবারও সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। বেলা ১১টার দিকে তারা সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে গিয়ে সমাবেশ করেন। গতকাল সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন কর্মচারী নেতারা।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট সবাই সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল চায়। ফলে সংশোধন, সংযোজন, পরিমার্জন আমরা মানব না। এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে ডাক পাইনি। যদিও পর্যালোচনা কমিটি গঠনের প্রজ্ঞাপনে বলা হয়েছে আমাদের সঙ্গে আলোচনা করে সুপারিশ দিতে। তিনি বলেন, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী রোববার আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।
গত ২২ মে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে গত ২৪ মে আন্দোলনে নামেন কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই ২৫ মে রাতে এই অধ্যাদেশ জারি করে সরকার।
এর পর ৪ জুন এ অধ্যাদেশ নিয়ে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে সরকার।
- বিষয় :
- সরকারি চাকরি