বৈষম্যবিরোধীর নেতাকে হাতুড়িপেটা

আহত মাসুম বিল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ০৬:৫৮
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব মাসুম বিল্লাহকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বুধবার বিকেলে জেলা শহরে একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। হামলাকারীদের আটক করতে থানা ঘেরাও করে পুলিশকে তিন ঘণ্টার আলটিমেটাম দেন মাসুম বিল্লাহর সমর্থকরা।
জানা গেছে, নতুন দল এনসিপির কমিটি গঠনের পর থেকেই স্বাস্থ্য উপকমিটির সদস্য হাসিবুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহর মধ্যে মতবিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরে বুধবার এনসিপির কর্মী সম্মেলন চলাকালে মাসুম বিল্লাহর ওপর হামলা হয়।
প্রত্যক্ষদর্শী ও মাসুম বিল্লাহর দাবি, এ হামলার জন্য হাসিবুল্লাহর অনুসারীরা দায়ী। আহত মাসুমকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনার পরপরই এলাকা থেকে হামলাকারীরা পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হামলায় জড়িতদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশসহ থানা পুলিশের একাধিক টিম।’
- বিষয় :
- মাদারীপুর
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন