মিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেল বাস, নিহত ১

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৫ | ১৭:২৩
রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে এসবি সুপার ডিলাক্সের একটি বাস সড়ক বিভাজকে উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
আজ শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আনিসুজ্জামন (১৮)। তিনি পেশায় দিনমজুর। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সাজ্জাদ রোমন বলেন, দুপুর পৌনে ১টার দিকে মিরপুর বাঙলা কলেজের দিক থেকে এসবি সুপার ডিলাক্স পরিবহনের সাদা রঙের একটি বাস টেকনিক্যাল মোড়ের দিকে দ্রুতবেগে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ সময় সড়ক বিভাজকের উপরে থাকা পথচারী আনিসুজ্জামানকে চাপা দেয় বাসটি। এতে আনিসুজ্জামান ঘটনাস্থলে প্রাণ হারান। দুর্ঘটনায় একজন আহত হন।
তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান পথচারীরা। নিহত আনিসুজ্জামানের বাড়ি পাবনা সদর উপজেলার চরশিবরামপুরে। তার বাবার নাম আবদুর রাজ্জাক।
ওসি সাজ্জাদ বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ এসবি সুপার ডিলাক্স বাস ও চালক বিল্লাল হোসেনকে (৪০) আটক করে। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার চেচুরায়।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা-২০২৫
- নিহত