ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্যানিটাইজার ঢালতে গিয়ে অগ্নিদগ্ধ ডা. রাজীবের অবস্থা সঙ্কটাপন্ন

স্যানিটাইজার ঢালতে গিয়ে অগ্নিদগ্ধ ডা. রাজীবের অবস্থা সঙ্কটাপন্ন

স্ত্রী অনুসূয়ার সঙ্গে ডা. রাজীব ভট্টাচার্য

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৬:৫৫

রাজধানীর হাতিরপুলের বাসায় হ্যান্ড স্যানিটাইজার ঢালতে গিয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ ডা. রাজীব ভট্টাচার্যের অবস্থা সঙ্কটাপন্ন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার সেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

একই ঘটনায় দগ্ধ তার স্ত্রী ডা. অনুসূয়া ভট্টাচার্যও শঙ্কামুক্ত নন। তবে তার অবস্থা অপেক্ষাকৃত ভালো।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল সমকালকে বলেন, দগ্ধ চিকিৎসক দম্পতিকে সারিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে শরীরের ৯০ ভাগের বেশি পুড়ে যাওয়ায় ডা. রাজীব মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। ১৯ ভাগ দগ্ধ ডা. অনুসূয়াকে সারিয়ে তোলার ব্যাপারে চিকিৎসকরা আশাবাদী। 

ডা. রাজীব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক। আর ডা. অনূসূয়া কাজ করেন শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে। 

হাতিরপুল এলাকার ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলায় থাকেন এই চিকিৎসক দম্পতি। মঙ্গলবার মধ্যরাতে সেখানে স্যানিটাইজারের একটি বড় পাত্র থেকে ছোট বোতলে খানিকটা ঢেলে নিচ্ছিলেন ডা. রাজীব। তখন হঠাৎ বোতল থেকে পড়ে যাওয়া স্যানিটাইজার আগুনের সংস্পর্শে আসে। মুহূর্তে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এতে মারাত্মক দগ্ধ হন রাজীব। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী অনুসূয়াও দগ্ধ হন। 

এদিকে সিগারেট বা কয়েলের আগুন স্যানিটাইজারের সংস্পর্শে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন। তবে এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। 

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র সমকালকে বলেন, তদন্ত শেষে এ ব্যাপারে মন্তব্য করা যাবে। 



আরও পড়ুন

×