ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চকবাজারে অভিযান চালিয়ে ৬ টন পলিথিন জব্দ, ৩ লাখ টাকা জরিমানা

চকবাজারে অভিযান চালিয়ে ৬ টন পলিথিন জব্দ, ৩ লাখ টাকা জরিমানা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০ | ১০:৪৭

রাজধানীর চকবাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছয় টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় চারটি কারখানা থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয় এ অভিযান চালায়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক বেগম রুবিনা ফেরদৌসী সমকালকে বলেন, পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের নেতৃত্বে চকবাজারে অভিযান পরিচালিত হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উৎপাদন কার্যক্রম ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চারটি কারখানায় তিন লাখ টাকা জরিমানার পাশাপাশি ছয় হাজার ৪৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব ও ঢাকা মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

×