করোনায় এসবির অতিরিক্ত পুলিশ সুপার আজিজুর রহমানের মৃত্যু

আজিজুর রহমান চৌধুরী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০ | ০৮:১২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার আজিজুর রহমান চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি 'সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' শীর্ষক বই প্রকাশের কাজ করছিলেন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, এসবির রাজনৈতিক শাখায় কর্মরত ছিলেন আজিজুর রহমান চৌধুরী। তিনি ১৯৮২ সালের ১ জানুয়ারি পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০০২ সালের ২৭ আগস্ট তিনি এসবিতে কাজ শুরু করেন। এরপর ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেন। তবে গোপনীয় নথি তৈরিতে বিশেষ পারদর্শিতার কারণে সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। দ্বিতীয় দফায় যোগ দিয়ে তিনি জাতির পিতা সম্পর্কিত গোপন নথি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করছিলেন।
আজিজুর রহমান ১৯৫৯ সালের ১ মে মৌলভীবাজারের কুলাউড়া থানার নন্দনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। শনিবার দুপুর সোয়া ১২টায় তার মৃত্যুর পর পুলিশের ব্যবস্থাপনায় লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
- বিষয় :
- করোনাভাইরাস
- এসবি
- আজিজুর রহমান চৌধুরী