মিরপুরে অ্যাসিডে ঝলসে দেওয়া হলো নারীর দেহ

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০ | ১০:১৪
রাজধানীর মিরপুরের টেকনিক্যাল এলাকার একটি বেসরকারি হাসপাতালে সারা রাত দায়িত্ব পালন করে সোমবার ভোর ৬টার দিকে বাসায় ফিরছিলেন রহিমা বেগম। গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ করেই এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। এতে তার মুখমণ্ডলসহ দেহের বিভিন্ন অংশ ঝলসে যায়। ৪৫ বছর বয়সী রহিমাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি বেসরকারি হাসপাতালে আয়ার কাজ করেন।
রহিমার স্বজনরা অভিযোগ করেছেন, সাবেক স্বামী আব্দুল আলী তাকে অ্যাসিড নিক্ষেপ করেছে। পুলিশ বলছে, অভিযোগ পাওয়ার পর আব্দুল আলীকে আটকের চেষ্টা চলছে।
রহিমার স্বজন মিরাজ হোসেন জানান, রহিমা কল্যাণপুরের নতুন বাজার এলাকায় তার স্বামী আব্দুল আলীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিন মাস আগে স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। রহিমা এর পরও ওই বাসায় থেকে হাসপাতালের আয়ার কাজ করে জীবন ধারণ করছিলেন। ডিউটি শেষে তিনি টেকনিক্যাল এলাকায় হাসপাতালের অদূরে গাড়ির অপেক্ষা করছিলেন। তখন আব্দুল আলী তাকে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, রহিমার মুখমণ্ডলসহ শরীরে ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে মিরপুর থানার ওসি মোস্তাজিরুর রহমান জানান, তারা মৌখিক অভিযোগ পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রহিমার সঙ্গে কথা বলেছেন। তিনি সুস্থ হয়ে আব্দুল আলীর বিরুদ্ধে মামলা করবেন। তবে এর আগেই পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা করছে।
- বিষয় :
- রাজধানী
- মিরপুর
- টেকনিক্যাল
- অ্যাসিড