ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

করোনা আক্রান্ত জাদুশিল্পী জুয়েল আইচ আইসিইউতে

করোনা আক্রান্ত জাদুশিল্পী জুয়েল আইচ আইসিইউতে

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২০ | ১৩:৩৯ | আপডেট: ১০ নভেম্বর ২০২০ | ১৩:৪০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাদুশিল্পী জুয়েল আইচ।

সম্প্রতি সপরিবারে এই ভাইরাসে আক্রান্ত হন তিনি। তার স্ত্রী ও মেয়ে সুস্থ হয়ে উঠেছেন। তবে জুয়েল আইচকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করে জানান, জুয়েল আইচকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

পারিবারিক সূত্র জানায়, ৪ নভেম্বর জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। পরীক্ষার পর তার করোনা পজিটিভ আসে। তার ফুসফুসও সংক্রমিত হয়েছে। সোমবার রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।


আরও পড়ুন

×