৯ পাসপোর্ট দালালকে কারাদণ্ড

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০ | ১০:০১
রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের নয় সদস্যকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সাজা দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়।
র্যাব-২ জানায়, পাসপোর্ট তৈরি করে দেওয়ার নামে দালাল চক্র পাসপোর্ট অফিসের সামনে ও আশপাশে অবস্থান নেয়। পাসপোর্ট করতে আসা মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়।
র্যাব-২-এর একটি টিম বৃহস্পতিবার দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে চক্রের নয় সদস্যকে হাতেনাতে আটক করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। আদালত আটক নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্তরা হলো- শেরেবাংলা নগরের শহীদেরটেক বস্তির মো. সুজন, মো. নাছির, মো. সোহেল, আগারগাঁও কুমিল্লা বস্তির মো. সোহাগ, শেরেবাংলা স্টাফ কোয়ার্টার এলাকার জসিম উদ্দিন, কাশেম, তালতলার শেখ আকরামুজ্জামান, মিরপুর-১১-এর সেন্টু মিয়া ও শাহআলী থানা এলাকার নজরুল শেখ।
- বিষয় :
- কারাদণ্ড
- পাসপোর্ট দালাল
- আগারগাঁও