অনিয়ম থাকলে মনিরের প্লট বাতিল হবে: রাজউক চেয়ারম্যান

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০ | ০৯:৪৬
মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের নামে থাকা ২০০ প্লটের তথ্য-উপাত্ত যাচাই করে ব্যবস্থা নেবে সরকার। অনিয়ম-দুর্নীতি হলে অবশ্যই তার প্লটগুলো বাতিল হবে।
সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম।
ঢাকার মেরুল বাড্ডায় মনিরের বাড়িতে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালায় র্যাব-৩। এ সময় ছয়তলা ওই বাড়িতে এক কোটি ৯ লাখ টাকা, ৯ লাখ টাকা মূল্যমানের ১০টি দেশের বৈদেশিক মুদ্রা, চার লিটার মদ, আট কেজি স্বর্ণ, একটি বিদেশি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি পাওয়ার কথা জানানো হয়। বাড্ডা, নিকেতন, কেরানীগঞ্জ, উত্তরা, নিকুঞ্জে দুইশর বেশি প্লটের নথি পাওয়া যায় মনিরের বাসায়।
রাজউকের সিল নকল করে ভূমিদস্যুতার অভিযোগে একটি এবং দুদকের একটি মামলা রয়েছে মনিরের বিরুদ্ধে। এ বিষয়ে রাজউক চেয়ারম্যান বলেন, বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের সবার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মনিরের ২০০ প্লটের মালিক হওয়ার পেছনে রাজউকের কারও সহযোগিতা ছিল কিনা- এমন প্রশ্নের জবাবে সাঈদ নূর বলেন, এটা দীর্ঘদিনের প্রক্রিয়া। তিনি বলেন, মনিরের দুর্নীতির বিষয় প্রথম উদ্ঘাটিত হয় গত বছর, তখনই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। এ ব্যবস্থা চলমান থাকবে।