ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্যারোলে মুক্তির পর ফের কারাগারে ইরফান সেলিম

প্যারোলে মুক্তির পর ফের কারাগারে ইরফান সেলিম

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০ | ১৩:১৩

ঢাকা-৭ আসনের এমপি হাজী মো. সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইরফান সেলিম ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন। মায়ের মৃত্যুর কারণে সোমবার তাকে প্যারোলে মুক্তি দেয় ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

শেষবারের মতো মাকে দেখার পর তাকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সংশ্নিষ্ট সূত্র জানায়, ইরফান সেলিমের মা গুলশান আরা বেগম রোববার মধ্যরাতে মারা যান।

এরপর সোমবার দুপুরে আদালতের নির্দেশে তাকে ছয় ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয়। সংশ্নিষ্টরা জানান, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুপুর ২টার কিছু পর ইরফান সেলিমকে নিয়ে যায় চকবাজার থানার পুলিশ।

পুরান ঢাকার রহমতগঞ্জের বাড়িতে নেওয়া হয় তাকে। সেখানে মাকে শেষবার দেখার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবারও তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। 

নৌবাহিনীর এক কর্মকর্তার ওপর হামলার অভিযোগে গত ২৬ অক্টোবর পুরান ঢাকার রহমতগঞ্জ এলাকার বাসা থেকে সাবেক কাউন্সিলর ইরফান সেলিমকে গ্রেপ্তার করে র‌্যাব।

আরও পড়ুন

×