রাজধানীতে ৩ জঙ্গি গ্রেপ্তার

গ্রেপ্তারদের দুইজন -সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৯:১৬ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৯:৫০
রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ৩ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় বনানী ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তারা হলেন- ঢাকা মহানগরীর দায়িত্বে থাকা খলিলুর রহমান ও গাজীপুর মহানগরীর দায়িত্বশীল ইমরান হাসান। রাজধানীর বনানীর সাত নম্বর সড়কের জি-ব্লকে এই অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পৃথক অভিযানে তেজগাঁও শিল্পাঞ্চল থেকে জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ।
এটিইউ'র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন জানান, গ্রেপ্তার দুই হিযবুত সদস্য খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, লিফলেট বিতরণ, পোস্টার লাগানো, অনলাইন সম্মেলন ও অনলাইনভিত্তিক প্রচারণা চালিয়ে আসছিলেন। তারা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্নের ষড়যন্ত্র করতেন। দক্ষিণখান থানায় গত ১৮ নভেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি তারা। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মোজাফফর আলী ওরফে শাহীনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ। রোববার মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, শাহীন ২০০৯ সালে জেএমবিতে যোগ দিয়ে দাওয়াতি কার্যক্রম ও শারীরিক প্রশিক্ষণে অংশ নেন। তিনি সংগঠনের জন্য সদস্য ও অর্থ সংগ্রহের কাজ করতেন। অর্থ সংগ্রহের জন্য তিনি বিভিন্ন সময় ডাকাতি ও ছিনতাই করেছেন।
তদন্ত সূত্র জানায়, ২০১৪ সালে ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা করে জেএমবির তিন নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর শাহীন আত্মগোপনে চলে যান। ঢাকার আমিন বাজার ও রাঙ্গামাটিতে অবস্থান করে গোপনে সংগঠনের হয়ে কাজ করতে থাকেন। ত্রিশালে হামলার ঘটনায় তার ছোট ভাই আল আমিন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। শাহীনকে গ্রেপ্তারের ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
- বিষয় :
- হিযবুত তাহরীর
- গ্র্রেপ্তার
- জঙ্গি
- জেএমবি