ঢাবি ক্যাম্পাস থেকে আবারও নবজাতকের লাশ উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০ | ১২:০৪
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে কয়েক দিনের ব্যবধানে আবারও এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পেছন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শাহবাগ থানার এসআই আল মোমেন জানান, বুধবার বিকেলে খবর পেয়ে ওই হলের পেছনে পানির পাম্পের গেটের কাছ থেকে মেয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী পুলিশের বরাত দিয়ে জানান, এটিকে ঠিক নবজাতক বলা যাবে না। এটি ভ্রুণ এবং শিশুর মাঝামাঝি অবস্থা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
এর আগে গত শনিবার জগন্নাথ হলের সামনে রাস্তার ওপর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। তার আগে গত ২৮ অক্টোবর কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
- বিষয় :
- রাজধানী
- ঢাবি ক্যাম্পাস
- নবজাতকের লাশ উদ্ধার