কদমতলীতে আগুনে পুড়ে তরুণের মৃত্যু

ছবি : প্রতীকী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ০২:৩৭ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ | ০৩:২৪
ঢাকার কদমতলীতে আগুন লেগে ২১টি বসত ঘর পুড়ে গেছে। এ ঘটনায় দেলোয়ার নামের ১৮ বছর বয়সী এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর পৌনে ৩টার দিকে শ্যামপুর বরইতলা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একতলা একটি ভবনের ছাদের ওপর টিনশেড ২১টি ঘর বানিয়ে নিম্নবিত্তের মানুষদের ভাড়া দেওয়া হয়েছিল। সোমবার ভোর পৌনে ৩টার দিকে কোনো একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ২১টি ঘর পুড়ে যায়। একটি কক্ষ থেকে দগ্ধ অবস্থায় দেলোয়ার নামে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
লিমা খানম জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, দেলোয়ার স্থানীয় একটি মিলে কাজ করতেন। ওই ঘরে তিনি একাই থাকতেন। আগুন লাগার পর অন্য বাসিন্দারা বের হতে পারলেও দেলোয়ার পারেননি। ঘরের ভেতরেই আগুনে পুড়ে মারা যান তিনি।
- বিষয় :
- তরুণের মৃত্যু
- আগুনে পুড়ে মৃত্যু
- রাজধানী