ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাজধানীতে ২ কেজি কোকেনসহ গ্রেপ্তার ৬

রাজধানীতে ২ কেজি কোকেনসহ গ্রেপ্তার ৬

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০ | ১২:৪১

রাজধানীর গুলিস্তান ও কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি কোকেন উদ্ধারের তথ্য জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার র‌্যাব-১০ এই অভিযান চালায়। এ সময় কোকেন ব্যবসায়ী সন্দেহে অন্তত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব বলছে, উদ্ধার করা কোকেনের আনুমানিক মূল্য ৬০ কোটি টাকা।

র‌্যাব-১০ এর সহ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদে বিকেলে ডেমরার কোনাপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি ৭০ গ্রাম কোকেন জব্দ করা হয়।

তিনি জানান, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে গুলিস্তানে হোটেল মেঘনায় অভিযান চালিয়ে আরও তিন মাদক ব্যবসায়ীকে আটক এবং তাদের কাছ থেকে ১ কেজি ৮০ গ্রাম কোকেন জব্দ করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, বুধবার রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।




আরও পড়ুন

×