নাট্য ব্যক্তিত্ব মান্নান হীরা আর নেই

মান্নান হীরা, ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০ | ০৯:৩৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ | ১০:৩৩
খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব মান্নান হীরা আর নেই। বুধবার রাত সাড়ে ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে মারা যান তিনি (ইন্না...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
নাটক রচিয়তা হিসেবে মান্নান হীরা বাংলাদেশে নাট্য ইতিহাসে বিশিষ্ট এক নাম। তিনি পথ নাটকের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ দিন ধরে। মান্নান হীরা প্রায় ১৫টি নাটক লিখেছেন। তার উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে- লাল জমিন, ভাগের মানুষ, ময়ূর সিংহাসন, সাদা-কালো। মূর্খ লোকের মূর্খ কথা মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক।
নাটক রচনার পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ
কয়েকটি নাটক পরিচালনাও করেন। ২০১৪ সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ
চলচ্চিত্র একাত্তরের ক্ষুদিরাম তৈরি করেন। এটি তার পরিচালিত প্রথম
চলচ্চিত্র। এ ছাড়া 'গরম ভাতের গল্প' ও '৭১-এর রঙপেন্সিল' নামে দুটি
স্বল্পদৈর্ঘ্যও পরিচালনা করেন। নাটক রচনার জন্য তিনি ২০০৬ সালে বাংলা
একাডেমি পুরস্কার অর্জন করেন।
- বিষয় :
- মান্নান হীরা
- নাট্য নির্মাতা