ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাজধানীর ১২ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ

রাজধানীর ১২ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০ | ০৯:০৪ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ | ০৯:২৪

রাজধানীর আবুজর গিফারী কলেজ মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মামুন রশিদ শুভ্র'র উদ্যোগে বৃহস্পতিবার এই শীতবস্ত্র বিতরণ করা হয়। তিনশত শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া।

কম্বল বিতরণ শেষে বিপ্লব বড়ূয়া বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রায় সব জায়গায় গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে আমরা শীতবস্ত্র নিয়ে পৌঁছে যাব। সমাজের বিত্তবানসহ সবাইকে যার যার সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাই।'

১২নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র বলেন, 'করোনার সময়ে জনগণের পাশে আওয়ামী লীগ ছিল, থাকবে। ১২নং ওয়ার্ড এলাকায় এ পর্যন্ত প্রায় ৬০০ শীতার্ত মানুষকে আমরা শীতবস্ত্র প্রদান করেছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমাদের এই আন্তরিক প্রয়াসে যদি কোনো অসহায়ের মুখে হাসি ফোটে তবেই আমরা সফল।'

আরও পড়ুন

×