সড়ক মোড়ে যাত্রী ওঠা-নামা বন্ধে কঠোর হচ্ছে পুলিশ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০ | ০৯:৫১
বিভিন্ন সময়ে উদ্যোগ নিয়ে ভেস্তে যাওয়ার পর ফের ঢাকায় সড়কের মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামা বন্ধে কঠোর হচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরইমধ্যে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ট্রাফিক বিভাগগুলোর কর্মকর্তাদের এক মাসের মধ্যে পরিকল্পনা তৈরি ও তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
ট্রাফিক বিভাগে দায়ের মামলা, রেকারিং ও জরিমানা সংক্রান্ত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। মঙ্গলবার ডিএমপি সদরদপ্তরে ওই বৈঠক হয়।
এ সময় বেড়িবাঁধ এলাকার যানজট নিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার। এই যানজট নিরসনে করণীয় সম্পর্কে তিনি বলেন, সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে বেড়িবাঁধগুলো থেকে বালু ও অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলতে হবে। ড্রাইভিং লাইসেন্স ও শৃঙ্খলা সংক্রান্ত ট্রাফিক মামলা বাড়িয়ে চালকদের নিয়মের মধ্যে নিয়ে আসতেও নির্দেশ দেন তিনি।
পুলিশ কমিশনার বলেন, অনেক গাড়ি ট্রাফিক পুলিশের দেওয়া সিগন্যাল অমান্য করে। সিগন্যাল অমান্যকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ফিটনেসবিহীন গাড়ি ও রাস্তায় অচল গাড়িগুলো রেকারিং করে যান চলাচল স্বাভাবিক রাখাতে হবে।
বৈঠকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনারের দায়িত্বে থাকা আব্দুর রাজ্জাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।