আদাবরে বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১ | ০৬:৫৬
রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় গৃহকর্তার বাসা থেকে এক নারী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম- খালেদা বেগম (৪৫)।
বুধবার সকালে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শেখেরটেক এলাকায় মিজানুর হাসান নামে এক ব্যক্তির বাসায় বছরখানেক ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন খালেদা বেগম। বুধবার সকালে ওই বাসার বাথরুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। খালেদার গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে। তার বাবা মৃত খাদেম হোসেন।
আদাবর থানার এসআই মনিরুজ্জামান বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে খালেদার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে নানা কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। স্বামীর সঙ্গে তার আগেই বিচ্ছেদ হয়েছে। তার ছেলে মাদক সংক্রান্ত মামলায় কারাগারে রয়েছেন। এসব থেকে তিনি হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।