ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু, মিলেছে ধর্ষণের আলামত

বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু, মিলেছে ধর্ষণের আলামত

আনুশকার মৃত্যুর ঘটনায় আটক দীহান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১ | ১১:০০ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ | ০২:৫৩

রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী আনুশকা নুর আমিন বন্ধুর সঙ্গে দেখা করতে ধানমন্ডির বাসা থেকে বেরিয়ে কলাবাগান এলাকায় যান। বন্ধু দীহান কলাবাগানের ডলফিন গলির বাসায় নিয়ে যান তাকে। ওই বাসাতেই অতিরিক্ত রক্তক্ষরণে অচেতন হয়ে পড়েন আনুশকা। দীহান তখন তাকে নিয়ে যান ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানিয়ে দেন, হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটির মৃত্যু হয়েছে। দীহানের বাসায় আনুশকাকে হত্যার আলামত পেয়েছে পুলিশ।

পুলিশের ধারণা, মৃত্যুর আগে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তার। এ ঘটনায় দীহানসহ চারজনকে আটক করেছে পুলিশ।

স্বজনদের দাবি, আনুশকাকে বাসায় ডেকে ধর্ষণ করে হত্যা করেছে দীহান ও তার সহযোগীরা। হত্যার বিচার দাবি করেন তারা। আনুশকা ধানমন্ডির মাস্টার মাইন্ড স্কুলের 'ও' লেভের ছাত্রী।  

আনুশকা নুর আমিন

কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) ঠাকুর দাশ সমকালকে জানান, দীহানের সঙ্গে আনুশকার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দীহানের সঙ্গে দেখা করার জন্য কলাবাগানে আসে মেয়েটি। দীহান তাকে ডলফিন গলির বাসায় নিয়ে যান। সে সময় দীহানের বাসায় তার পরিবারের কেউ ছিল না। রক্তাক্ত অবস্থায় দুপুরে আনুশকাকে দীহান ও তার বন্ধুরা আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেল সোয়া ৩টায় হাসপাতাল থেকে লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ।

পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান সমকালকে বলেন, দীহানের বাসায় স্কুলছাত্রীর রক্তক্ষরণের বিভিন্ন আলামত পাওয়া গেছে। বাসার বিভিন্ন জায়গায় রক্ত দেখা গেছে।

আরও পড়ুন

×