বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঢাকা দ. যুবলীগের দোয়া মাহফিল

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১ | ১২:১০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পুরান ঢাকায় কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। রোববার পুরান সুত্রাপুরস্থ শিংটোলা জামে মসজিদ ও মাদ্রাসায় বাদ ফজর কুরআন খতম ও বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া-মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বিশেষ মোনাজাতের আগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, দেশ স্বাধীন হওয়ার পর আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন। তার ফিরে আসার মাধ্যমে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল। মাদ্রাসা শিক্ষার্থীদের কোরআন-হাদিস চর্চার পাশাপাশি দেশের ইতিহাস ও বঙ্গবন্ধুর ইতিহাস জানতে হবে, জানাতে হবে।
যুবলীগের এই নেতা আরও বলেন, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা নির্মাণে তার কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি কওমি মাদরাসার সনদের স্বীকৃতি দিয়েছেন। তার জন্যও মাদ্রাসার শিক্ষার্থীদের দোয়া করা উচিত।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগ দেশ বিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় কাজ করে যাবে।
এ সময় ৪৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজ্বী মো. স্বপনসহ দক্ষিণ যুবলীগের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।