চাকরি চলে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ এ ফোনে উদ্ধার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১ | ০৬:০২
আত্মহত্যার উদ্দেশ্যে ঘুমের ওষুধ খাওয়া এক যুবকের ফোন পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ঢাকার সবুজবাগ থানার পুলিশ।
সোমবার রাত ৩টার দিকে বাংলাদেশ পুলিশ পরিচালিত 'জাতীয় জরুরি সেবা ৯৯৯' এ একজন কলার (২৮) ফোন করে জানান তিনি মানসিকভাবে বিপর্যস্ত। আত্মহত্যা করার জন্য তিনি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছেন।
তিনি আরো জানান, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি তার চাকরি চলে যাওয়ায় তিনি অর্থসংকটে পড়ে যান, তারও পূর্বে শেয়ার মার্কেটে তিনি লোকসানের মুখে পড়েন। অল্প কয়েকমাস পূর্বে তিনি বিয়ে করেছেন এবং তার স্ত্রী সন্তানসম্ভবা।
তার পরিবারে নানা রকম সমস্যার কথা জানিয়ে কলার জানান, তিনি আর মানসিক চাপ নিতে না পেরে ঘুমের ওষুধ খেয়েছেন। এখন তিনি ভুল বুঝতে পেরেছেন, তিনি এখন বাঁচতে চান। তিনি আরো জানান, তার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে।
৯৯৯ কলারের কাছ থেকে তার অবস্থান জানতে পারে ঢাকার সবুজবাগ থানাধীন মধ্য বাসাবোর একটি বাসা। ৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে সবুজবাগ থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে সবুজবাগ থানার একটি দল অবিলম্বে কলারের বর্ণিত বাগিতে যায়।
পরে ভোর সাড়ে চারটায় সবুজবাগ থানার এএসআই মনির ৯৯৯ কে ফোনে জানান, তিনি কলারকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশের টহল গাড়িতে করে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। সেখানে দ্রুত তার পাকস্থলী পরিষ্কার করে চিকিৎসা করা হয়। ডাক্তাররা জানিয়েছেন কলার এখন আশঙ্কামুক্ত। পরে কলারকে ভোরে পুলিশের টহল গাড়িতে করে তার বাসায় পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।