ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নিকুঞ্জে শিশু পার্ক রক্ষার দাবিতে মানববন্ধন

নিকুঞ্জে শিশু পার্ক রক্ষার দাবিতে মানববন্ধন

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১ | ১০:৩৮

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার ৩ নম্বর সড়ক-সংলগ্ন শিশু পার্ক দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শনিবার নিকুঞ্জ-১ (দক্ষিণ) আবাসিক এলাকায় শিশু পার্কের সামনে মানবন্ধন হয়। এতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের সাবেক উপপরিচালক আহসান আলী, সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক, এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী হায়দার আলী প্রমুখ।

বক্তারা বলেন, রাজউকের কয়েক কর্মকর্তার সহায়তায় শিশু পার্কটি ভূমিদস্যুদের দখলে চলে যাচ্ছে। পার্কটির মধ্যে দুটি আবাসিক পল্গট বানিয়ে সেখানে বাড়ি তৈরির তৎপরতা শুরু হয়েছে। পার্কটি শিশুদের জন্য মুক্ত করার দাবি জানান তারা।

আরও পড়ুন

×