ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভারত প্রমাণ করেছে বাংলাদেশ তাদের পরম বন্ধু: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত প্রমাণ করেছে বাংলাদেশ তাদের পরম বন্ধু: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১ | ০২:১৩

করোনার টিকা পাঠানোর মাধ্যমে ভারত বাংলাদেশকে যে পরম বন্ধু ভাবে তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার ঢাকায় ভারতের উপহার হিসেবে করোনার টিকা পৌঁছানোর পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শাহরিয়ার আলম বলেন, করোনার টিকা পাঠানোর মাধ্যমে ভারত প্রমাণ করেছে বাংলাদেশ সত্যিকারার্থেই তাদের পরম বন্ধু রাষ্ট্র।

তিনি বলেন, আমরা সবাই একসাথে এগিয়ে চলব। আমরা ভারত সকরকারের সঙ্গে চুক্তিবন্ধ আরও অধিক সংখ্যক ভ্যাকসিন ক্রয়ের ক্ষেত্রে।

প্রতিমন্ত্রী বলেন, করোনার মোকাবিলায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সবাইক অভিনন্দন জানাই। এর মধ্য দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।


আরও পড়ুন

×