ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বন্ধ্যাকরণের মাধ্যমে কুকুর কমানোর উদ্যোগ

বন্ধ্যাকরণের মাধ্যমে কুকুর কমানোর উদ্যোগ

ফাইল ছবি

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১ | ১৩:৩৯

বৈজ্ঞানিক ও মানবিক উপায়ে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও জলাতঙ্ক প্রতিরোধে উদ্যোগ নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কুকুর নিয়ন্ত্রণ কমিটি। রোববার এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া। ক্যাম্পাসের সব কুকুরকে পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতায় নিয়ে টিকা দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বেওয়ারিশ কুকুরের ভূমিকা রয়েছে। কুকুর নিধন বন্ধ করতে হাইকোর্টের আদেশ থাকায় হত্যা না করে মানবিক ও বৈজ্ঞানিক উপায়ে টিকা দিয়ে বন্ধ্যাকরণের মাধ্যমে এদের সংখ্যা নিয়ন্ত্রণ করা হলে সেটি সর্বজন গ্রহণযোগ্য হবে। তা ছাড়া পথকুকুর বন্ধ্যকরণ কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাস প্রাঙ্গণে কুকুরের সংখ্যা হ্রাস করার সঙ্গে সঙ্গে কুকুরজনিত রোগব্যাধি থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে।

কুকুর নিয়ন্ত্রণ সংক্রান্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. লাম ইয়া আসাদের সভাপতিত্বে ও পোষাপ্রাণী চিকিৎসক ড. কে বি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলাম।

আরও পড়ুন

×