ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নকল প্রসাধনীর কারখানায় ২ কোটি টাকার পণ্য জব্দ

নকল প্রসাধনীর কারখানায় ২ কোটি টাকার পণ্য জব্দ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১ | ০৮:৫৪ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ | ০৯:১৫

ঢাকার কেরানীগঞ্জে নকল প্রসাধন সামগ্রী তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার পণ্য জব্দ করেছে র‌্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবারের এ অভিযানে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। মোহাম্মদপুরের কাটাসুরে আরেক অভিযানে দুটি বেকারি মালিককে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-২-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে ও বিএসটিআইর সহায়তায় কেরানীগঞ্জে সাইনবোর্ডহীন একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। মার্ক-৩ টয়লেট্রিজ লিমিটেড নামের ওই প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে প্রসাধনসামগ্রী তৈরি, খ্যাতনামা বিভিন্ন ব্র্যান্ডের নামে ভেজাল প্রসাধন প্যাকেটজাত ও পণ্যের মেয়াদের তারিখ পরিবর্তন করে বাজারজাত করে আসছিল। প্রতিষ্ঠানের প্রোডাকশন ম্যানেজার মো. আসলাম ও পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা তপু দের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। 

এ সময় বিপুল পরিমাণ নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।

অন্যদিকে বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত র‌্যাব-২-এর উদ্যোগে ও বিএসটিআইর সহায়তায় মোহাম্মদপুরের কাটাসুরের দুটি বেকারিতে অভিযান চালানো হয়। রুহি বিস্কুট অ্যান্ড ব্রেড বেকারি ও বিসমিল্লাহ ব্রেড অ্যান্ড বেকারিতে অনুমোদনহীন রং ব্যবহার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, পচা-নষ্ট উপাদান দিয়ে খাবার তৈরি, মজুত ও বিক্রি করা হচ্ছিল। তাদের বিএসটিআইর লাইসেন্স থাকলেও তা মেয়াদোত্তীর্ণ। 

এসব অনিয়মে দুই প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করেন র‌্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালত।


আরও পড়ুন

×