আলজাজিরার সম্প্রচার নিষিদ্ধ দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

ডেভিড বার্গম্যানের কুশপুত্তলিকা দাহ করছেন মঞ্চের নেতাকর্মীরা -সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ১১:১৫ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ১১:৩৫
ষড়যন্ত্রের অভিযোগ এনে বাংলাদেশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরার সম্প্রচার নিষিদ্ধ করাসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এসব দাবি জানান মঞ্চের নেতারা। আলজাজিরার প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে এর আয়োজন করা হয়।
তাদের অন্য দাবিগুলো হলো আলজাজিরার বিরুদ্ধে এবং ওই প্রতিবেদনের প্রতিবেদক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।
মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় সহসভাপতি নূর আলম, রোমান হোসাইন, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিলন ঢালী, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বাপ্পীসহ প্রমুখ।
তারা বলেন, সম্প্রতি আলজাজিরা টিভি চ্যানেলে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার ইত্যাদি সংবাদ প্রকাশ করার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে উদ্দেশ্যমূলকভাবে ধারাবাহিক নেতিবাচক সংবাদ পরিবেশন করে আসছে তারা।
সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম বুলবুল বলেন, আলজাজিরা স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াতে ইসলামীর মুখপত্র হিসেবে কাজ করায় এর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে টিভি চ্যানেলটি প্রকৃত অর্থে যুদ্ধাপরাধীদের পক্ষে প্রচারে অংশ নিয়েছে।
অন্যদিকে, আলজাজিরার প্রতিবেদন প্রচারের প্রতিবাদে দুপুরে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের আরেক অংশ। মঞ্চের এই অংশের আহ্বায়ক অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এতে বক্তব্য দেন। মানববন্ধন শেষে তারা সাংবাদিক ডেভিড বার্গম্যানের কুশপুত্তলিকা দাহ করেন।