যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবনের ইট পড়ায় পোশাক শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ১১:০৬
রাজধানীর যাত্রাবাড়ীর মমিনবাগ এলাকা দিয়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন তৈরি পোশাক কারখানার কর্মী রুনা আক্তার (২৩); কিন্তু আর কর্মস্থলে যাওয়া হয়নি তার। পথেই নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে নিহত হন তিনি। সোমবার সকালে ওই ঘটনা ঘটে।
মমিনবাগ এলাকায় ব্যক্তি মালিকানাধীন ভবনটি চারতলায় নির্মাণকাজ চলছে। তবে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী ছিল না বলে পুলিশ জানিয়েছে।
নিহত রুনার স্বামী শাহীন দিনমজুর। তিনি জানান, তার স্ত্রী প্রতিদিনই কোনাপাড়ার বাসা থেকে হেঁটে স্থানীয় মোল্লা গার্মেন্টে নিজের কর্মস্থলে যেতেন। সোমবার সকাল পৌনে ৮টার সময় সেখানে যাওয়ার পথে মমিনবাগ এলাকায় চারতলা ভবন থেকে স্ত্রীর মাথায় একটি ইট পড়ে। লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, মানুষের ভিড়ের মধ্যে রক্তাক্ত রুনা পড়ে আছে। স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময়ে চারদিকে জাল থাকলে ইট নিচে পড়ত না। তার স্ত্রীরও এভাবে মৃত্যু হতো না। তিনি গরিব মানুষ, কার কাছে বিচার চাইবেন। রিয়াদ নামে তাদের ছয় বছরের একটি ছেলে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্ত শেষে রুনার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মাথায় গুরুতর জখমের চিহ্ন ছিল।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক নওশের আলী জানান, নির্মাণাধীন ভবনটিতে প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী ছিল না। এই অবহেলায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই ঘটনায় নিহতের স্বামীকে থানায় মামলা করতে বলা হয়েছে।