গালির প্রতিশোধ নিতে বন্ধুকে ডেকে নিয়ে খুন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৪৪
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির এক কিশোরকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম মো. শাকিল (১৪)।
বুধবার রাতে বনানী স্টার কাবাবের পাশের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো- মো. জীবন, মো. সিয়াম ও মো. শামিম। তাদের বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে।
জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে, তারা কড়াইল বস্তিতে থাকে। শাকিল তাদের বন্ধু ছিল। একসঙ্গে তারা চলাফেরা করত। ঘটনার তিন দিন আগে তুচ্ছ ঘটনায় শাকিল তাদের গালি দেয়। প্রতিবাদ করায় তাদের মারধরও করেছিল সে। এর প্রতিশোধ নিতেই তাকে ছুরিকাঘাত করা হয়।
বনানী থানার ওসি নূরে আযম মিয়া সমকালকে বলেন, এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত শাকিলের বাবা জসিম উদ্দিন জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা। স্ত্রী-সন্তান নিয়ে তিনি কড়াইল বস্তিতে বসবাস করেন। তার ছেলের কারও সঙ্গে শত্রুতা ছিল কিনা, তিনি জানেন না। কী কারণে খুন হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা নেই।
পুলিশ জানিয়েছে, বুধবার শাকিল বাসায় ছিল। তাকে তার বন্ধুরা ডেকে নিয়ে যায় বনানীর স্টার কাবাবের পাশের সড়কে। সেখানে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
- বিষয় :
- বন্ধু খুন
- মহাখালী
- কড়াইল বস্তি