জুরাইনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৭:৫৩
রাজধানীর জুরাইনের চেয়ারম্যানবাড়ি এলাকায় বাসায় রান্নার সময় চুলা বিস্ফোরণে দগ্ধ ইশরাত জাহান সুমা মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
সুমার স্বামী মনির হোসেন জানান, তাদের বাসায় গ্যাস সরবরাহের সমস্যা থাকায় স্টোভে রান্না করা হতো। ১০ ডিসেম্বর সকালে তার স্ত্রী রান্না করছিলেন। এ সময় চুলা বিস্ফোরণে সুমা দগ্ধ হন। ওই দিনই তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল।
- বিষয় :
- জুরাইন
- বিস্ফোরণ
- ঢাকা মেডিকেল কলেজ
- চুলা বিস্ফোরণ