চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন দক্ষ মানবসম্পদ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০৮:২০
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রয়োজন দক্ষ মানবসম্পদ। এজন্য পরিকল্পিতভাবে দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরি করতে হবে।
সোমবার রাজধানীর অফিসার্স ক্লাবে বিসিএস (প্রশাসন) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের কর্মজীবন পরিকল্পনা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ আলোচনায় অংশগ্রহণ করেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হয়েছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে নিম্ন আয়ের দেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন।
তিনি বলেন, এ উন্নয়ন যাত্রা অব্যাহত রেখে
বাংলাদেশকে ঊন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে সরকারি
কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আগামী দিনের
চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরকারি কর্মকর্তাদের যোগ্য ও সক্ষম করে গড়ে তুলতে
হবে।
- বিষয় :
- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন