ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বড়দিন বা থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানে হুমকি নেই: সিটিটিসি প্রধান

বড়দিন বা থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানে হুমকি নেই: সিটিটিসি প্রধান

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম -ফোকাস বাংলা

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩৯

আগামী ২৫ ডিসেম্বর বড়দিন এবং ইংরেজি নববর্ষের প্রথম প্রহর উদ্‌যাপন ঘিরে কোনো নাশকতার তথ্য বা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। তিনি জানিয়েছেন, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বিঘ্নে বিজয় দিবস উদ্‌যাপন করেছে। ঠিক তেমনি ২৫ ডিসেম্বরও বাংলাদেশে বড়দিন নিরাপদে উদ্‌যাপিত হবে। এর পর থার্টিফার্স্ট নাইট এবং ইংরেজি নববর্ষ ঘিরেও নানা অনুষ্ঠান হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এক অনুষ্ঠানে মনিরুল ইসলাম এ কথা বলেন। ক্র্যাবের নতুন কার্যালয় ও ওয়েবসাইটের উদ্বোধন এবং আন্তঃক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে সংগঠনটির অফিসে এ অনুষ্ঠান হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, নাশকতা ও হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য না থাকলেও সবাই যাতে উৎসবমুখর পরিবেশে দিবসগুলো উদ্‌যাপন করতে পারে, সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে, যা সব সময়েই নেওয়া হয়।

জঙ্গিবিরোধী কার্যক্রম প্রসঙ্গে সিটিটিসি প্রধান বলেন, জঙ্গিবাদের পেছনে বৈশ্বিক প্রভাব রয়েছে। দেশের অভ্যন্তরে উগ্রবাদ চর্চায় ১৫ থেকে ৩৫ বছরের তরুণদের অংশগ্রহণ বেশি। তরুণরা যেন জঙ্গিবাদ বা উগ্রবাদে না জড়ায়, সে জন্য পুলিশ কাজ করছে। আঞ্চলিক প্রভাব ও দেশীয় উস্কানিতে জঙ্গিরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে নজরদারি রয়েছে।

মনিরুল ইসলাম অনুষ্ঠানের শুরুতেই ক্র্যাবের নতুন কার্যালয় ও ওয়েবসাইট (www.crabbd.com) উদ্বোধন করেন। তিনি ক্র্যাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন। ক্র্যাবের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে সহসভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক দীপু সারোয়ারসহ সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×