ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঢাকায় আবার অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু

ঢাকায় আবার অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২১ | ০৩:৩৯

রাজধানীতে আবারও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।

দুই মাস বিরতির পর সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এই ডোজ দেওয়া হচ্ছে। সারা দেশে পর্যায়ক্রমে এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে ৭ আগস্ট থেকে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩১ জুলাই পর্যন্ত সারা দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮২ জন।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার নাম কোভিশিল্ড। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত এই টিকা বাংলাদেশে দেওয়া হচ্ছিল। তবে ভারতে সংক্রমণ বেড়ে যাওয়ায় এই টিকা রপ্তানি বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন

×