কিশোর অপরাধে জড়িত দু'জন গ্রেপ্তার

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২১ | ১১:৩০
কিশোর অপরাধে জড়িত দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার রাজধানীর উত্তর কাফরুল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো রিয়াজ হাওলাদার ও খাইরুল হাওলাদার।
পিবিআই জানিয়েছে, গত ১৪ জুলাই সকালে বরগুনার তালতলী থানাধীন কড়ইবাড়িয়া গ্রামে এক কিশোরকে ছুরিকাঘাত করে রিয়াজ ও খাইরুল। ওই কিশোর বর্তমানে সংকটাপন্ন অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় কিশোরের মা রোকেয়া বেগম বাদী হয়ে ১৭ জুলাই তালতলী থানায় মামলা দায়ের করেন। আসামি খাইরুল ও রিয়াজ ঘটনার পর ঢাকায় পালিয়ে আসে। পিবিআই ঢাকা মেট্রো উত্তরের একটি টিম বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে।